
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়োজনে নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান
ময়মনসিংহ প্রতিনিধি
দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর আয়োজনে নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সকালে ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন প্রাঙ্গণ এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর নীতি)
ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এসময় প্রধান অতিথি নবীন কর আইনজীবীদের বলেন, আয়কর আইনজীবী হিসেবে শুধু করদাতাদের সহযোগিতা করাই আপনার কাজ নয়। আপনার উপর আস্তা তৈরীর মধ্য দিয়ে আয়কর দাতাগণের আয়কর বিভাগের প্রতি আস্তা তৈরী হবে। তাতে জাতির যে মূল কাজটি জাতীয় উন্নয়ন, জাতীয় সমৃদ্ধি, দেশের প্রবৃদ্ধির যে বিষয়টি আছে তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে কাজটি সেই রাজস্ব আহরণে তারা অনুপ্রাণিত হবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল, ময়মনসিংহ কর কমিশনার অঞ্জন কুমার সাহা, কর অঞ্চল ময়মনসিংহ রেঞ্জ-০১ ফজলে আহাদ কায়সার, রেঞ্জ-০৪ এস এম গালিব ভ’ইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য সচিব ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আজিজুল হাই সোহাগ।
ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন ও এডিশনাল পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট, ময়মনসিংহ এর আহবায়ক এড. সাজ্জাদুর রহমান আকন্দ নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠানে াারও বক্তব্য রাখেন ময়মনসিংহ ট্যাক্সেস বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ারস্ এসাসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন ভ’ইয়া, ময়মনসিংহ ট্যাক্সেস বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসাসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ ট্যাক্সেসবার এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য এডভোকেট নজরুল ইসলাম, নবীন আইনজীবী মোস্তফা আহম্মেদ করিম। সঞ্চালনায় ছিলেন এডহক কমিটির সদস্য মনোয়ার হোসেন খান সুমন। এসময় কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, ট্যাক্সেস বারের নবীন প্রবীন আইনজীবীগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ট্যাক্স বারের পক্ষ থেকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের ফুল, ক্রেস্ট ও উত্তরিয় দিয়ে বরণ করেন। পরে প্রধান অতিথি ৪০ জন নবীন কর আইনজীবীকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন।
কি করো
তারেক ছিদ্দিকির সাথে পার্টনারশিপ থাকলে আমাকে আয়নাঘরে বন্দী থাকতে হয় না
-মাজেদ বাবু
ময়মনসিংহ ব্যুরো:
তারেক ছিদ্দিকের সাথে ব্যবাসয়ীক পার্টনারশিপ থাকলে আমাকে আয়নাঘরে বন্দী থাকতে হয় না। ষড়যন্ত্রকারীরা ৫ আগস্টের আগে অভিযোগ করতো আমি তারেক রহমানকে টাকা দেই আর এখন বলে তারেক ছিদ্দিককে টাকা দেই। জীবনে কখনো অন্যায় করি নাই কখনো করবোও না। ময়মনসিংহ প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় একথাগুলো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আয়নাঘর থেকে মুক্তি পাওয়া প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এসময় তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো সুসংগঠিত ও গত…