ময়মনসিংহ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সহসভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেছেন, জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহাক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
নুরুল হক বলেন, অতীতে বাংলার মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে দিন কাটিয়েছিলেন। তবুও অন্যায়ের সঙ্গে তিনি আপস করেননি।
তিনি আরও বলেন, দেশের সব মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবনযাপন করছে। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভদিনে আমাদের শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে বিএনপির তৃণমূল নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় মহস্যজীবী দলের সদস্য জালাল উদ্দীন আকন্দ, বিএনপি নেতা মিলন আর্মি, মীর হোসেন মিরণ, উছমান গণি মাস্টার, হাসিম উদ্দিন মন্ডল, ডা: আব্দুস সালাম, মহানগর যুবদলের সহ-সম্পাদক অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, যুবদল নেতা অ্যাডভোকেট সালাম, সগীর উদ্দিন, কৃষক দল নেতা মোফাজ্জল হোসেন বিল্লাল আহমেদ হীরা, যুবদল নেতা মোস্তুফা কামাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, ছাত্রদল নেতা গোলাম আলিমুল হাকিম সাকিব মুন্সি, ছাত্রদল নেতা বাহালুল মুন্সি, রামগোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মুন্জু সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।