ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ঈশ্বরগঞ্জ কলেজ থেকে শুরু হয়ে শহরের অপর প্রান্ত জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূঞা হিরা, একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, এড: শাহজাহান কবীর সাজু, শরীফ আবেদীন, নিজাম উদ্দীন পৌর বিএনপির সদস্য সচিব নুরে আলম জিকু যুগ্ম আহবায়ক হায়দার আলী,মেহেদী হাসান রুবেল, নুরে আলম ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আজিজুল হাই সোহাগ, কামরুল ইসলাম, সারোয়ার জাহান সহ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নয়ন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু পৌর যুবদলের সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক রফিকুল ইসলাম সদস্য সচিব কামাল হোসেন পৌর আহবায়ক নুর ই আলম ছিদ্দীকি পলাশ সদস্য সচিব মাহাবুব আলম কাজল ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন চকদার সদস্য সচিব হারুন অর রশিদ পৌর আহবায়ক নওশাদ সদস্য সচিব রিজন কৃষক দলের উপজেলা আহবায়ক রফিকুল ইসলাম সদস্য সচিব মোজাম্মেল হোসেন পৌর আহবায়ক ওয়াসীম উদ্দীন শ্রমিক দলের উপজেলা আহবায়ক রয়েল সদস্য সচিব খলিলুর রহমান পৌর আহবায়ক তফাজ্জল হোসেন জাসাস উপজেলা আহবায়ক রতন প্রমূখ। এছাড়াও উপজেলা পৌর ও ১১ টি ইউনিয়নের বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ওনসহযোগী সংগঠনের নেতা কর্মীরা বর্ণাঢ্য সাজে র্যালীতে অংশগ্রহণ করেন।