1. komol.koli.bd@gmail.com : কমলকণ্ঠ : কমলকণ্ঠ
  2. info@www.kolomkantho.com : কমলকণ্ঠ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি নেতা আব্দুল আজিজের স্মরণ সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ প্রতিনিধি :হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সদ্য প্রয়াত আব্দুল আজিজ খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে আজ শুক্রবার বিকালে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এ. কে.এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধান বক্তা ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। এ-সময় আরও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু সহ সভাপতি সানোয়ার হোসেন খান উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন সদস্য সচিব মহিবুল আলম টুটুল উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।

এসময় উত্তর জেলা বিএনপির বিভিন্ন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন আব্দুল আজিজের খানের রাজনৈতিক কর্মময় জীবনের নানা অনুকরনীয় আচরণ সম্পর্কে আলোচনা করেন। তার অমায়িক, আন্তরিক, নিরহংকার আচরণের প্রতি শ্রদ্ধা জানান। বক্তারা বলেন তিনি ছিলেন দলের নিবেদিত একজন কর্মী। দলের যেকোন ক্রান্তিকালে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। তার অকাল মৃত্যুতে দল একজন যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হলো। সকলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট