কবি সোহরাব পাশার সহধর্মিণীর ইন্তেকাল
ময়মনসিংহ প্রতিনিধি :
দেশের অন্যতম প্রধান কবি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সোহরাব পাশা'র সহধর্মিণী আশরাফুননেছা (৫৬) অসুস্থতা জনিত কারণে শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। কর্মজীবনে তিনি বিআরডিবিতে সিনিয়র মাঠ কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুইকন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযা নামাজ বাদ আসর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলহারা গ্রামে স্বামীর বাড়ি অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
তাঁর মৃত্যুতে ঈশ্বরগঞ্জের সাহিত্যাঙ্গণসহ সুশীলসমাজে শোকের ছায়া নেমে আসে।