নিজস্ব প্রতিনিধি : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি
৩১ আগস্ট: বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
১ সেপ্টেম্বর: ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। এ দিন সারাদেশে মহানগর ও জেলায় আলোচনা সভা ও র্যালি।
২ সেপ্টেম্বর: ঢাকায় বর্ণাঢ্য র্যালি, শুরু হবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায়।
৩ সেপ্টেম্বর: দেশের সকল উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র্যালি।
৪ সেপ্টেম্বর: মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া অনুষ্ঠান।
৫ সেপ্টেম্বর: ঢাকায় গোলটেবিল আলোচনা (ভেন্যু ও সময় পরে জানানো হবে)।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং পোস্টার প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানান নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনের আগে তার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সংবাদ সম্মেলনে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মাহবুবে রহমান শামীম, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শামা ওবায়েদ ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।