ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড বাস কাউন্টারে অর্ধশতাধিক দুর্বৃত্ত হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে। বিকাল ৪টা থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটে (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট) বাস চলাচল বন্ধ হওয়ায় দূরদূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
হামলার পর স্থানীয় কাউন্টার বন্ধ হয়ে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সুপার আখতার উল আলম জানিয়েছেন, ঢাকা মহাখালী মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বাস বন্ধ রাখা হয়েছে। রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়েছে, যেখানে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাস চলাচল দ্রুত পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।